হবিগঞ্জ আদালতে পুলিশের উপর হামলায় যুবক জেলে

প্রথম পাতা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ আদালতে আসামীর সাথে আসা এক যুবক কোর্ট পুলিশের উপর হামলা চালিয়েছেন। গুরুতর আহত কনস্টেবল মোস্তাক আহমদকে (২৬) আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী সেলিম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন সেলিমের জনৈক আত্মীয়। তখন সেলিম ওই আত্মীয়ের সাথে আদালতের কক্ষে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কনস্টেবল মোস্তাক আহমদ তাকে বাঁধা দেন। এ নিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়।
এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হামলায় কনস্টেবল মোস্তাক আহমদ আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাৎক্ষণিক কোর্ট পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সেলিমকে দুই মাসের কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড দেন। সন্ধ্যায় সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত পরিদর্শক আল আমিন দৈনিক খোয়াইকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *