বানিয়াচংয়ে অপরাধ প্রতিরোধে প্রশাসনের মতবিনিময়

ভিতরের পাতা

এস এম খোকন ॥ বানিয়াচংয়ে বাল্যবিবাহ, মাদক, জুয়া ও জঙ্গী প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ক্বাজী মাওলানা আব্দুর রাজ্জাক, উসমান গণি প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রাররা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বর্তমানে বিবাহ রেজিষ্ট্রি করতে ৪ লাখ টাকা পর্যন্ত প্রতিলাখে ১২শত ৫০টাকা ও ৪ লাখের উপরে হলে পরবর্তী লাখে ১শত টাকা এবং রেজিষ্ট্রি কপি বাবদ ৫০ টাকা করে রাখার বিধান রয়েছে। যা অনেকেই মানছেন না। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক রিজিষ্ট্রার অফিসে সিটিজেন চার্টার লাগানোর নিদেশনা প্রদান করেছেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ মাদক জুয়া ও জঙ্গী প্রতিরোধসহ যেকোন অপরাধের বিষয়ে প্রশাসন আপসহীন। প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে। কেউ বাল্য বিয়েসহ যে কোন ধরণের অন্যায় কাজে জড়িত আছেন জানলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বানিয়াচং উপজেলাকে বাল্য বিবাহ মূক্ত ঘোষনা করা হয়েছে। গ্রাম্য মাতব্বর, ইউপি চেয়ারম্যান মেম্বারসহ যে কেউ বাল্য বিবাহের কাজে জড়িত থাকলে কোন ধরণের ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *