আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ জেনারেল চিত্তরঞ্জন দত্ত (সিআর দত্ত) দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাদের বাস সূদুর আমেরিকায়। মেয়ে কবিতা দত্ত ইচ্ছা প্রকাশ করেছেন, তার পিতার মরদেহ দেশে আনা এবং শেষ বারের মতো মানুষের ভালবাসা আর রাষ্ট্রীয় সম্মান নিয়ে পিতাকে শেষ বিদায় দেয়ার। কিন্তু করোনা ভাইরাসের কারণে পূরণ হলো না সেই ইচ্ছা। শেষ দেখা হলো না হবিগঞ্জবাসীর।
চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মিরাশী। যে গ্রামে জন্ম নিয়েছেন আসাম সরকারের মন্ত্রী রায় বাহাদুর প্রমোদ দত্ত, জন্ম নিয়েছেন উপ মহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস, সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তমসহ অসংখ্য গুণিজন। তাদের মধ্যে সর্বশেষ বেঁচে ছিলেন মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের এই কমান্ডার সিআর দত্ত বীর উত্তম। তিনিও গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডা শহরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুহুর্তেই তার মৃত্যুর সংবাদ দেশে ও নিজ গ্রাম মিরাশীসহ পুরো জেলায় ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফেসবুকসজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোকের বন্যা বয়ে যায়। তার মৃত্যুতে চুনারুঘাট তথা হবিগঞ্জ ও বৃহত্তর সিলেটবাসীর অপুরণী ক্ষতি হলো। তার মৃত্যু নিয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ নানা সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অসংখ্য গুণিজন, নেতাকর্মী ও সাধারণ মানুষ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।