মোঃ মামুন চৌধুরী ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রাখার স্বার্থে জুম অ্যাপে শায়েস্তাগঞ্জ উপজেলায় জুলাই মাসের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
এমপি আবু জাহির বলেন, সরকারের বরাদ্দে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ চলমান আছে। প্রধান সড়ক ওয়ানওয়ে হয়েছে। সড়কের উপরে যানবাহন দীর্ঘ সময় দাড় করিয়ে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। সড়কে দোকান বসানো যাবে না। মাদক ও অপরাধীদের ব্যাপারে কোন প্রকারের ছাড় দেওয়া হবে না। এনিয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
বক্তারা বলেন, জুম অ্যাপে মিটিং আধুনিক পদ্ধতি। বর্তমান সময়ে এ পদ্ধতিতে সভা করা নিরাপদ। সবার মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্তক্রমে শায়েস্তাগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।