বানিয়াচংয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে জরিমানা ১৮ হাজার

শেষ পাতা

এস এম খোকন ॥ বানিয়াচংয়ে ভেজাল নির্মূলে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে এবং বিকালে দুই দফায় এ অভিযান পরিচালিত হয়। প্রথম দফায় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও বানিয়াচং সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মি দ্বিতীয় দফায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে বড়বাজারস্থ মুদিমাল ব্যবসায়ী হানু মিয়াকে ৫ হাজার, মন্নান মিয়াকে ২ হাজার, হাফিজুর রহমানকে ৩ হাজার, মোর্শেদুর রহমানকে ৩ হাজার, হাজী আব্দুর রশিদ ফার্মেসীকে ৩ হাজার, উজ্জল ফার্মেসীকে ২ হাজার ও ফল ব্যবসায়ী ছাদিকুরকে ৫শত টাকাসহ মোট ৭ মামলায় ১৮ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে সহযোগীতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর সঞ্জয় রায়, বানিয়াচং থানার এসআই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *