নবীগঞ্জে যানযট নিরসন ও ফুটপাত দখল মুক্তকরনে উচ্ছেদ অভিযান

শেষ পাতা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যানযট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। ওসমানী রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, হাসপাতাল সড়ক, শেরপুর রোড ও নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্ধারিত স্থানের বাইরে দোকানের আসবাবপত্র, রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি অপরাধে ১৬ টি মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩৮ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক ছাড়া শহরে কেনাকাটা এবং অবাধে চলাফেরা করা পথচারীদের তাৎক্ষনিক মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌরসভার প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, কাউস্নিলর সুন্দর আলীসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযানের পূর্বে শহরে মাইকিং করে জানিয়ে দিয়েছি। অবৈধ দখলদারদের তাদের মালামাল সরিয়ে নিয়ে গেছে স্থাপনা উচ্ছেদের জন্য ৩ দিন সময় দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *