জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়ার কবল থেকে কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়র মিজানুর রহমানের মিজানের নেতৃত্বে পৌর কর্মকর্তা কর্মচারীরিরা অভিযান চালিয়ে বেদখল হওয়া এ সম্পত্তি উদ্ধার করেন। জানা যায়, পৌর মার্কেটের ২য় তলায় সাবেক ডেসটিনি অফিস ও সাবেক সোনালী ব্যাংক কার্যালয়টি পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক কিবরিয়া তার স্ত্রী রোকেয়া খাতুনের নামে নিয়ম বহির্ভূতভাবে লীজ নেন এবং দোকান কোঠা বানিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া আদায় করে আসছিলেন। কিন্তু নানা জটিলতার কারণে এতদিন পৌরসভার ওই সম্পত্তি উদ্ধার করা করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বেদখল হওয়া এসব সম্পত্তি পুণরুদ্ধার করে।
এ বিষয়ে গোলাম কিবরিয়ার স্ত্রী রোকেয়া বেগম জানান, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে মেয়র মিজানুর রহমান মিজান জানান, লীজ বাতিলকৃত সাবেক ডেসটিনি অফিস ও সাবেক সোনালী ব্যাংক কার্যালয়টি কিবরিয়ার স্ত্রীর হেফাজতে ছিলো। নিয়ম অনুযায়ী অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।