স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৬০ জনকে ৩০ লাখ টাকার এককালীন সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এর আগে উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬০ জনকে সনাক্ত করা হয়। অনুষ্ঠানে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৩০ লাখ টাকার এক কালীন চেক দেয়া হয়েছে। এছাড়াও ১৭ জন শিক্ষার্থীর মাঝে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এমপি মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষক থেকে শুরু করে দরিদ্র প্রতিটি পরিবারকে সাহায্য সহযোগিতা করে আসছে বর্তমান সরকার। এর আগে কোন সরকার এত আন্তরিকতার সাথে অসুস্থদের পাশে দাঁড়ায়নি। তিনি উপস্থিত সবার কাছে প্রধান মন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।