বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ লাখাইয়ে শুরু হয়েছে রোপা আমনের চাষ। উপজেলার ছয় ইউনিয়নে এবারের লক্ষ্যমাত্র ৩ হাজার ৬৫০ হেক্টর। অব্যাহত আছে সরকারি প্রণোদনাও। ভাল ফলনের আশার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
বন্যায় এবার বেশ ক্ষতিগ্রস্ত কৃষকরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে রোপা আমনেই লক্ষ্য তাদের। এরই মাঝে লাখাই উপজেলায় ১৫ শ’ হেক্টর রোপন হয়েছে বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শনে ব্যাপক হারে উজ্জ্বীবিত অবস্থায় দেখা গেছে কৃষককূলকে।
উপজেলা কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ দৈনিক খোয়াইকে জানান, বন্যায় এবার প্রায় ৭০ শতাংশ আউশ তলিয়ে গেছে। রোপা আমনেই এই ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদেরকে। অব্যাহত আছে সরকারি প্রণোদনাও। এবার ভাল ফলন এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।