কবর খোঁড়ায় তাদের ১ যুগ পার, পেয়েছেন বস্ত্র উপহার

শেষ পাতা

মোঃ মামুন চৌধুরী ॥ আব্দুর রহিম লঘুজ মিয়া প্রায় ১২ বছর ধরে একাধারে কবর খোঁড়ায় নিয়োজিত আছেন। শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরের বাসিন্দা লঘুজের ন্যায় একই এলাকার জাকির হোসেন, আবদাল মিয়া, সুজন মিয়া ও আলফু মিয়া কবর খুঁড়ে আসছেন দীর্ঘ দিন যাবৎ। এলাকার কেউ মারা গেলে তারা স্বেচ্ছায় গিয়ে কবর খুঁড়ে দেন।
প্রায় এক যুগ ধরে তারা খবর খুঁড়ে আসছেন বলেই তাদেরকে উৎসাহিত করার জন্য গেঞ্জি ও প্যান্ট উপহার দেওয়া হয়েছে। খুদ্দামুল কোরআন যুব সমাজের সভাপতি সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার উদ্যোগ নিয়ে স্বেচ্ছায় কবর খোঁড়ার কাজে নিয়োজিত ৫ ব্যক্তিকে এসব উপহার প্রদান করেন।
গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার। তিনি জানান, তারা নেক কাজ করছেন। তাদেরকে উৎসাহিত করার জন্য উপহার প্রদান করেছি। তাদের আনন্দ আমার কাছে বড় পাওয়া।
স্বেচ্ছায় কবর খোঁড়ার কাজে নিয়োজিত ব্যক্তিরা বলেন, আমরা স্বেচ্ছায় এ কাজে নিয়োজিত আছি। কবর খোঁড়া সওয়াবের কাজ। উপহার সম্মানের। সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার উপহার দিয়ে উৎসাহিত করার পাশাপাশি আমাদেরকে সম্মানিতও করেছেন। ওনার জন্য শুভ কামনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *