বাড়ছে সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম

প্রথম পাতা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বারবার তাদেরকে আটকের পরও দমন করা যাচ্ছে না। পুরুষ দালালের পাশাপাশি মহিলা দালালের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর এসব নিয়ন্ত্রণ করছেন একশ্রেণির প্রাইভেট হাসপাতালের মালিকরা। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই মঈন উদ্দিনসহ একদল পুলিশ জরুরি বিভাগের সামনে থেকে দালাল আব্দুল মালেককে (৩৫) আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্য দালালরা পালিয়ে যায়। সে অনন্তপুর এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র।
জানা যায়, তালিকা অনুযায়ী ৭০ জনের বেশি নারী-পুরুষ দালাল রয়েছে হাসপাতালে। এদের মাঝে অনেকেই ফার্মেসী ও প্রাইভেট হাসপাতালের হয়ে কাজ করেন। গ্রামগঞ্জ থেকে রোগীরা আসা মাত্রই জরুরি বিভাগের সামনে থেকে প্রলোভন দিয়ে তাদের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় এবং মোটা অংকের টাকা আদায় করে। বিষয়টি নিয়ে হাসপাতাল কমিটি বারবার সিদ্ধান্ত নিলেও বন্ধ হয়নি হাসপাতালের ভেতর দালালদের প্রবেশ।
এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, পুলিশ বাদি হয়ে দালাল মালেকের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল সোমবার বিকেলে আদালতে প্রেরণ করেছে। দালালদের ব্যাপারে কোনো ছাড় নয়। জরুরি বিভাগের সামনে থানার নম্বর দেয়া আছে। ফোন পাওয়া মাত্রই পুলিশ দালালদের গ্রেফতার করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *