স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরেই করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছে। সেই হিসেবে আক্রান্তের হার প্রায় ৬০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তদের ৩ জন পুরুষ ও একজন নারী। তারা সকলেই সাধারণ পেশাজীবী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাতেমা হক দৈনিক খোয়াইকে জানান, ১ সেপ্টেম্বর চুনারুঘাট থেকে সাতজনের নমুনা সংগ্রহ করা হয়। দু’দিন পর আসা রিপোর্টে সাতজনের মধ্যে চার জনেরই করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
এদিকে ৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় মোট ১৯ জনের করোনা সনাক্ত হয়েছেন বলে জানান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। তন্মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাট ৪ ও মাধবপুর উপজেলার একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৭৭৩, চুনারুঘাট ২৩৮, মাধবপুর ১৮৩, নবীগঞ্জ ১৬৫, বাহুবল ১১১, লাখাই ৪৩, বানিয়াচং ৭৩ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩৯ জন। মৃত্যুর সংখ্যা ১২ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭ জন।