সাংবাদিক তারেক হাবিবের উপর হামলা

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক তারেক হাবিবকে রড, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে একদল যুবক। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ থানা সংলগ্ন শনির আখড়ার সামনে এ ঘটনা ঘটে। তারেক হাবিব দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারেক হাবিব দৈনিক খোয়াইকে বলেন, পত্রিকার সম্পাদকের নির্দেশনায় একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ শেষে শনিবার দুপুরে রিক্সায় করে অফিসে যাচ্ছিলেন তিনি। বেলা দুইটার দিকে শনির আখড়া এলাকায় পৌঁছালে রিক্সাটির গতিরোধ করেন কয়েকজন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা রড, হকিস্টিক ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে রিক্সা থেকে টেনেহিঁচড়ে সড়কে নামিয়ে মারধর করেন। সঙ্গে থাকা মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।
তারেক হাবিবের আরও জানান হামলাকারীরা তাঁর পূর্বপরিচিত। কিন্তু তাঁদের সঙ্গে কোনো পূর্ববিরোধ নেই। কেন এই হামলা, বুঝে উঠতে পারছেন না তিনি। হামলার ঘটনার সময় দুজন পুলিশ সদস্য থানার পাশেই ছিলেন জানিয়ে এই সাংবাদিক বলেন, হয়তো ওই পুলিশ সদস্যরা ঘটনাটি খেয়াল করেননি। পরে হাসপাতালে ভর্তির পর পুলিশ তাঁর খোঁজখবর নিয়েছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, সাংবাদিক তারেক হাবিবের ওপর হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ ও তিন জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *