ব্যাচ ৯৪ চুনারুঘাট এর বর্ণিল যাত্রা শুরু

শেষ পাতা

আবুল কালাম আজাদ, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসার ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ২৬ বছর পর ব্যাচ-৯৪ এর বর্ণিল যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী সাতছড়ি জাতীয় উদ্যানে সহপাঠী ৯৪ এর ১ম পুনর্মিলনীর মাধ্যমে এ সংগঠন আত্বপ্রকাশ করে। চুনারুঘাটের প্রায় সকল বিদ্যালয়ের ৯৪ ব্যাচটি আইকন হিসেবে পরিচিত। দীর্ঘদিন এ ব্যাচটি বিদ্যালয় ভিত্তিক আর্তমানবতার সেবা ও সামাজিক নানা কাজে সম্পৃক্ত হলেও এবারই প্রথম অধিকাংশ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একসাথে সংগঠনের আত্বপ্রকাশ ঘটলো যা চুনারুঘাটে কোন ব্যাচের এই প্রথম।
শুক্রবার সকালে ব্যাচ ৯৪ এর বন্ধুরা চুনারুঘাট শহরে আনন্দ র‌্যালীর মাধ্যমে তাদের আত্বপ্রকাশ জানান দেন। এরপর দুটি বাসযোগে চা বাগান পেরিয়ে সকাল সাড়ে ১০টায় পৌছান সাতছড়ি জাতীয় উদ্যানে। নানা হই হুল্লুড় আর ছুটাছুটির মধ্যেই শুরু হয় পরিচয় পর্ব। ব্যাচ ৯৪ এর বন্ধু সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের উপ সচিব মোস্তফা মোর্শেদ এর সঞ্চালনায় পরিচয় পর্ব শেষে শুরু হয় স্কুল জীবণের নানা স্মৃতিচারণ। বেলা সাড়ে ১২টায় প্রথম পর্বের সমাপ্তি ঘটে। জুম্মার নামাজ শেষে শুরু হয় খাবার দাবার পর্ব। বিকেলে দ্বিতীয় পর্বে ছিল ৯৪ ব্যাচের যাত্রার প্রাক্কালের কথা ও নানা পরিকল্পনা এবং আর্তমানবতার সেবায় কল্যাণকর কিছু করা প্রয়াস। সেখানে আলোচনায় অংশ নেন উপ-সচিব মোস্তফা মোর্শেদ, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ মোস্তাহিজুর রহমান মোমেন, ডাঃ মোন্তাকিম সাহিদ, সাইফুল আলম রুবেল, আমেরিকা প্রবাসী আব্দুর রউফ জলাই, নুরুল গনি সজিব, আকিকুর রহমান মোবেদ, ইঞ্জিনিয়ার দেওয়ান বদরুল আলমসহ অনেকেই। সামারান্তে গুরুত্বপুর্ণ বিষয়গুলো কার্যকরের সিদ্ধান্ত হয়। এরপরই শুরু হয় উপহার প্রদান ও র‌্যাফেল ড্র। ব্যাচ ৯৪ এর দিনব্যাপী পুনর্মিলণীর সকল আয়োজনের পেছনে যারা অগ্রণী ভুমিকা পালন করেছেন তাদের প্রতিও সর্বশেষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *