স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর এলাকার শাপলা ফুড গার্ডেনের পন্যে ক্ষতিকর রঙ ব্যবহারের প্রমাণ মিলেছে। এ অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা গুণতে হল প্রতিষ্ঠানটিকে।
গতকাল রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান পরিচালনা করে শাপলা ফুড গার্ডেনের পন্যে ক্ষতিকর রঙ ব্যবহারের প্রমাণ পান। এ সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
একইদিন জেলা শহরের কোর্ট স্টেশন এলাকার কাইয়ুম স্টোরে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ পন্য। তাই প্রতিষ্ঠানের মালিককে আরো ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানান, ক্ষতিকর রঙের ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পন্য জনস্বাস্থ্যকে ভয়াবহ হুমকির মুখে ফেলবে। ওই দুই প্রতিষ্ঠানে এমন কর্মকান্ডের প্রমাণ মিলেছে। তাই তাদেরকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।