মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে অসহায় শিশু রাকিবের ইচ্ছা পূরণ করলেন সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার। গতকাল রবিবার বিকেলে তিনি শিশুটির হাতে আমড়া ব্যবসার জন্য কিছু নগদ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খোয়াইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মামুন চৌধুরী, জামাল আহমেদ দুলাল, রনি সরদারসহ প্রমুখ।
এর আগে ৩০ আগস্ট দৈনিক খোয়াইয়ে ‘ছোট রাকিবের আমড়া বিক্রিতেই চলে সংসার, মায়ের চিকিৎসা’ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশ হয়। সংবাদটি পড়ে বিরামচর গ্রামের বাসিন্দা সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার শিশু রাকিবের মনের ইচ্ছা নিজের পুঁজিতে আমড়ার দোকান দেওয়ার বিষয়টি জানতে পারেন। দ্রুত তিনি সংবাদের প্রতিবেদক মোঃ মামুন চৌধুরীর মাধ্যমে রাকিবের সাথে যোগাযোগ করেন। পরে তার হাতে নগদ টাকা তুলে দেন তিনি।
রাকিব জানায়, লেখাপড়া করতে পারলে সে চাকরি নিয়ে মায়ের উন্নত চিকিৎসা করাতে পারতো। কিন্তু তার এ পথ বন্ধ। কারণ ভোরেই তাকে ঘর থেকে বের হয়ে ঘুরে ঘুরে আমড়া বিক্রি করতে হচ্ছে। কঠিন এই সময়ে পুঁজি পেয়ে তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। এখন থেকে নিজের পুঁজিতে আমড়ার দোকান দেওয়া হবে তার।
সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার বলেন, আমি জনপ্রতিনিধি না। নিজস্ব ফান্ড থেকে অসহায় লোকজনকে আর্থিক সহায়তা করছি। এর অংশ হিসেবে শিশু রাকিবকে কিছু আর্থিক সহায়তা করতে পেরে ভাল লাগছে। খোয়াই’র অসহায় শিশু রাবিককে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে তার পাশে দাঁড়াতে পেরেছি। মানবিক প্রতিবেদন করায় খোয়াই ও প্রতিবেদক মোঃ মামুন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশু রাকিব।