স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি মোকাবিলায় সিএনজি অটোরিক্সাতে পাঁচ জনের স্থলে তিনজন যাত্রী বহনের নির্দেশনা দেয় প্রশাসন। ভাড়াও বাড়িয়ে দেয়া হয় প্রায় দেড়গুণ। কিন্তু সম্প্রতি পূর্বের নির্দেশনা উঠিয়ে নেয়ায় পুনরায় পাঁচজন করে যাত্রী বহন করছে অটোরিক্সাগুলো। অথচ ভাড়া নেয়া হচ্ছে অতিরিক্তই। এনিয়ে কথা বললে যাত্রীরা শিকার হচ্ছেন চালকদের দুর্ব্যবহারের।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছে প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিচালনা হচ্ছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেরপুর রোড থেকে হবিগঞ্জ রোড পর্যন্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে বেশ কয়েকটি অটোরিক্সা চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এসিল্যান্ড সুমাইয়া মমিন দৈনিক খোয়াইকে জানান, অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিলেছে। এজন্য বেশ কয়েকটি অটোরিক্সা চালকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়। ভবিষ্যতে এমন করলে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তাদেরকে শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অভিযানের সময় নবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।