স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তিনটি উপজেলায় ৩১ জনের নমুনা পরীক্ষার পর ১৩ জনই করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। সেই হিসেবে নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ৪০ শতাংশেরও উপরে।
গতকাল বুধবার দিবাগত রাতে জেলায় নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত সনাক্তের তথ্য জানান। এর মাঝে ৫ জন হবিগঞ্জ সদর উপজেলার। বাকী ১৩ জনের বাড়ি বানিয়াচং, চুনারুঘাট ও মাধবপুরে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলায় ১৩ জনের নমুনার বিপরীতে আক্রান্ত ৫ জন, চুনারুঘাটেও ১৩ জনের বিপরীতে ৫ জন এবং মাধবপুর উপজেলায় ৫ জনের নমুনার বিপরীতে আক্রান্ত হয়েছেন ৩ জন। মোট হিসেবে দাঁড়ায় তিন উপজেলায় ৩১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৩ জন। অর্থাৎ নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্তের হার ৪০ শতাংশ।
এদিকে, গতকাল হবিগঞ্জ সদর উপজেলায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হলেও এদের বিপরীতে কতজনের নমুনা সংগ্রহ করা হয় সেই তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীমা খাতুন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। মৃত্যুর সংখ্যা ১৪ ও সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৯ জন।