আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। একই সাথে মেয়ের বাবাকে অর্থদন্ড করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের এক কিশোরীকে এক যুবকের সাথে বিয়ের দেওয়ার আয়োজন করা হয়। বরের নাম পলাশ মিয়া। বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের রজমান মিয়ার ছেলে তিনি। ছেলে ও মেয়ের বাড়িতে জাকজমকভাবে বিয়ের আয়োজনও হয়।
কিন্তু কনে অপ্রাপ্ত বয়স্ক (১৭ বছর) জেনে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন। পাশাপাশি প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে মেয়েটিকে বিয়ে না দেয়া সংক্রান্ত মুচলেকাও আদায় করা হয়।
এসিল্যান্ড দৈনিক খোয়াইকে জানান, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা আদায়ের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।