আজমিরীগঞ্জে অনুমোদন ছাড়া মাংস বিক্রিতে জরিমানা

শেষ পাতা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অনুমোদন ছাড়া মাংস বিক্রি করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় তিনি এ জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ মাছ বাজারের অদূরে ও চর বাজারের মুন সিনেমা হল রোডে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছিল। খবর পেয়ে গতকাল অভিযান পরিচালনা করেন ইউএনও। এ সময় তিনি পৌর এলাকার শরীফনগর গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে মোহন মিয়াকে (৩৪) ৫ হাজার টাকা জরিমানা করেছেন। তার সাথে আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রেজাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কর্তৃপক্ষের অনুমোদন ও পশু সম্পদ কর্মকর্তার অনুমতি নিয়ে মাংস বিক্রেতার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছেন ইউএনও।
এছাড়া মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীদের আসন্ন ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ না ধরা, পরিবহন ও বিক্রি না করা, বাজারে ব্যবসায়ীদের মাস্ক পরিধান করা ও মাস্ক ব্যতিত কাউকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেয়ার জন্যও বলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *