আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৫ মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খান ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে অভিযান চালিয়ে মোতাহের মিয়া (৪২), একই গ্রামের সাজিজুর (৩৮), দক্ষিণ আটপাড়া গ্রামের সেকুল মিয়া (২৮), মধ্যপাড়া গ্রামের সাবাজ মিয়া (৩৭) এবং বানিয়াচং থানার আদর্শ গ্রামের নুর জামানকে (২৮) আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
এরপর গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে এই দন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে ইউএনও মতিউর রহমান খাঁন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে সাজা দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
