স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল, শহরতলীর বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র নজরুল ইসলাম (৩০) ও একই এলাকার দুলাল মিয়ার পুত্র সুজন মিয়া (২৮)।
পুলিশ জানায়, তারা দুইজন আন্তঃজেলা গাড়িচোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।