আবারো আসামীবিহীন ভারতীয় চোরাই মালামালের চালান জব্দ

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আবারো ভারত থেকে আসা ২৫ লক্ষাধিক টাকার চোরাই মালামালের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই চালানে হরেক রকমের শাড়ি ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ১৩ জাতের ভারতীয় মালামাল রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অন্যান্য বারের মত বৃহৎ চোরাচালানটি বিজিবি’র কব্জায় এসেছে ঠিকই; তবে এবারও কোন চোরাকারবারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় চুনারুঘাট উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার অভ্যন্তরে টেকের ঘাট থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়নের নায়েক ফারুক হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
জব্দ হওয়া মালামালের মধ্যে আছে, ৩৬ হাজার ৭২০ টাকা মূল্যের ৩৬ হাজার ৭২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯১ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৮৩০ বোতল ওষুধ, ১১ হাজার ২০০ টাকার ১৪৮ বোতল ওলিভ ওয়েল, ২৪ হাজার টাকার ৬০ পিস জুনিয়র হরলিক্স, ২ লাখ ৯০ হাজার টাকার উন্নতমানের ৫৮ পিস লাল ও সাদা জরজেট শাড়ি, ১ লাখ ১৪ হাজার টাকার ৩৮ পিস জরজেট শাড়ি, ১ লাখ ৭৬ হাজার টাকার ৪৪ পিস সানযুক্তা শাড়ি, ৩৫ হাজার টাকার ১০ পিস আলফা শাড়ি, ১ লাখ ৪৪ হাজার টাকার ১২ পিস সূর্যকুমারী শাড়ি, ১৮ হাজার টাকার ৬ পিস স্টার বাংলা শাড়ি, ১ লাখ ২০ হাজার টাকার ৪০ পিস সাটেন জেকিউ শাড়ি ও ৩ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ১০৬ পিস এসএম শাড়ি।
জব্দ হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ২ হাজার ৩০০ টাকা এবং চোরাচালানের ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *