আবার দুঃসংবাদ পেলেন বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মুকুল

প্রথম পাতা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদাদুর রহমান মুকুলকে বরখাস্তের বিপরীতে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।
স্থগিতাদেশের বিরুদ্ধে গত ৪ অক্টোবর দায়ের হওয়া একটি মামলার শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রেখে আগামী ২৮ ডিসেম্বর মামলাটির শুনানির আদেশ দিয়েছেলেন বিচারপতি মোঃ নুরুজ্জামান। এরপর গত বৃহস্পতিবার এই আদেশে স্বাক্ষর করেন বিচারপতি।
সুপ্রিম কোর্টের আপীল বিভাগে দায়ের হওয়া মামলাটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের নিয়োজিত আইনজীবী প্যানেলের নিয়োজিত অ্যডভোকেট শেখ শফিক মাহমুদ পুষ্প।
প্রসঙ্গত, গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গত চার বছর ধরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২২৯ জন লোকের চাল আত্মসাতের অভিযোগ উঠে। এনিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। পরে ৭ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্তের গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। এর বিরুদ্ধে হাইকোর্টে ৩৯৩৭নং পিটিশন দাখিল করেন ইমদাদুর রহমান মুকুল। ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. খসরুজ্জামান ও বিচারপতি এম. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ রহিত করে চেয়ারম্যানকে স্বপদে বহালের আদেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *