জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ের এক ব্যক্তি হবিগঞ্জ শহরে কদ বেল বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। তিনি জাতুকর্ণ পাড়া গ্রামের তালিব হোসেনের ছেলে আব্দুল কদ্দুছ।
আব্দুল কদ্দুছ গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার সওদাগর মসজিদ এলাকার প্রবেশ মুখে কদ বেল বিক্রির সময় দৈনিক খোয়াইকে বলেন, জমিজমা বাড়িতে কিছুই নেই। ঢাকা থেকে কদ বেল এনে হবিগঞ্জ শহরে বিক্রি করে তার সংসার চলে। এই বেল বৃহত্তর সিলেটে পাওয়া যায় না। কিংবা চাহিদাও নেই। কিন্তু এক বছর ধরে তিনি এই কদবেল বিক্রি করে তার সংসার চালাচ্ছেন এবং হবিগঞ্জে এই সুস্বাদু ফলকে জনপ্রিয় করে তোলেছেন। প্রতিটি কদবেল ২০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন তিনি কয়েকশ’ কদ বেল ওই স্থানে বসে বিক্রি করেন। তার দুইটি মেয়ে ও চারটি ছেলে রয়েছে। এটাই তার একমাত্র পেশা। ফজরের নামাজ পড়ে বানিয়াচং থেকে তিনি শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং ১০টায় বাড়ি ফিরেন। ৫০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তিনি কোনো সাহায্য পাননি। অনেক স্থানে গিয়েছেন সাহায্যের জন্য। অদ্যাবধি কেউ তাকে সহযোগিতা করেনি।