জেলায় আরও দশ হাজার বাড়ির পানি নেমেছে

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছয় উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে কবলিত লোকজন সরকারি আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও সুপেয় পানির সংকটে ভুগছেন।
সরকারি হিসেবে গতকাল মঙ্গলবার একদিনে ১০ হাজার বসতবাড়ি থেকে বন্যার পানি নেমে যায়। জেলায় এখন পানিবন্দি পরিবারের সংখ্যা ৫ হাজার ২৮৫টি; আর কবলিত লোক ২০ হাজারের বেশি।
গত সোমবার পর্যন্ত ৫ উপজেলার ১৫ হাজার ৭৮৫টি পরিবার পানিবন্দি ছিল। আক্রান্ত লোক ছিল ৬৩ হাজার ৮৪০ জন। গতকাল সেই সংখ্যা কমে ৫ হাজার ২৮৫টি পরিবার ও ২০ হাজার ৮৪০ লোক হয়েছে।
বন্যা কবলিত উপজেলাগুলো হলÑ হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল।
গতকাল একদিনে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে ১৮০ জন লোক বাড়ি ফিরেছে। ৪টি আশ্রয় কেন্দ্রে এখনও আরও ৫৪৮ জন আশ্রিত আছেন। আগেরদিন সোমবার এ সংখ্যা ছিল ৭২৮ জন।
আশ্রয় কেন্দ্রগুলোতে গতকাল পর্যন্ত ২০০টি গবাদী পশু রাখা আছে। প্রস্তুত করা ১২৫টি বন্যা আশ্রয় কেন্দ্রের মধ্যে ৪টি এখনও চালু। ৪৯টি মেডিকেল দলের মধ্যে মাঠে কাজ করছে ১৬টি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমি রানী বল খোয়াইকে জানান, বন্যা কবলিতদের মাঝে সরকার ১১৭ মেট্রিক টন চাল, ৮৩৩ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে চাহিদা বিতরণের জন্য আরও ত্রাণ মজুদ রয়েছে।
এদিকে, বন্যা কবলিত এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও বন্যা দুর্গত লোকজন সুপেয় পানির অভাবে ভুগছেন ও লোকজন নানা অসুখে আক্রান্ত হচ্ছেন।
যোগাযোগ করা হলে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক খোয়াইকে জানান, তাঁদের মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *