জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে কালাই মিয়া হত্যা মামলায় ১৭ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করেছিলেন। এ সময় আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সম্প্রতি কালাই মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে একই গ্রামের কিছু লোককে আসামী করে মামলা দায়ের করেন তারা ছেলে জাহির মিয়া। গতকাল কারাগারে যাওয়া ১৭ জনও ওই মামলার আসামী।