জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ও সংঘর্ষে আহত হারুন আল রশিদ বাদী হয়ে মামলাটি করেছেন
সংঘর্ষের দিনই ১৫ জন আটক হয়। তারা সকলকেই গতকাল কারাগারে প্রেরণ করা হয়েছে। দৈনিক খোয়াইকে এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী।
গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন ও আক্কাস আলীর লোকজনের মাঝে দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ১৫ দাঙ্গাবাজকে আটক করা হয়।