স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে উঠেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন। আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বিলের রিপোর্ট জমা দেয়। বিষয়টি দৈনিক খোয়াইকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি বলেন, বিলটি গেল ২৩ জুন সংসদে উত্থাপিত হলে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরিত হয়। স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট জমা দিয়েছে। আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চারটি দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এগুলো হলো, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শায়েস্তাগঞ্জকে উপজেলা বাস্তবায়ন এবং বাল্লা স্থলবন্দর। ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’। উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে শায়েস্তাগঞ্জ। চলমান রয়েছে বাল্লা স্থলবন্দরের কাজও। এখন শুধু কৃষি বিশ্ববিদ্যালয় দৃশ্যমান হলেই পুরণ হবে প্রধানমন্ত্রীর চার প্রতিশ্রুতি।