এফআর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহযোগিতায় যানজট ও স্বেচ্ছাশ্রমে বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করা হচ্ছে। গতকাল বুধবার ভোর থেকে উপজেলার পুটিজুরী বাজারে এসব কাজ করা হয়।
বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আজিজুর রহমান মানিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
উপস্থিত আলেমগণ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশ সংস্কারের সাথে পুরো দেশটা পরিষ্কার করাও আমাদের সকলের দায়িত্ব। তারই ধারাবাহিকতায় বাহুবলের আলেম-ওলামা, স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাশ্রমে হাট-বাজার পরিস্কার পরিচ্ছন্ন করছে। বাহুবল উপজেলা যুবদল নেতা, ইংল্যান্ড প্রবাসী শাহ রাজুর পক্ষ থেকে সবাইকে সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।
