নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলে কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্লাবিত হয়েছে। করাঙ্গী নদী ও পাহাড়ি ছড়াগুলোর পানি নেমে আউশ, রোপা আমন ও শাকসব্জির জমি তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, টানা তিন দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার মিরপুর ইউনিয়নের লাকড়িপাড়া ও মহাশয়ের বাজার, ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর, নিজগাঁও ও করাঙ্গীর পাড়সহ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে।
বাহুবল সদরে অবস্থিত বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল সদর ইউপি কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় ও দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপন সরকারি হাইস্কুল প্লাবিত হয়েছে। এছাড়াও সাতকাপন ও পুটিজুরী ইউনিয়নের বেশকিছু পাহাড়ি ছড়াতেও উজানের পানি নেমে বন্যা দেখা দিয়েছে।
