স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় অধীর সরকার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার ছাতিয়াইন এলাকার জিতেন্দ্র সরকারের ছেলে তিনি।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ১৯ বছর বয়সী ওই মেয়ে বাদী হয়ে অধীরসহ পাঁচজনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অধীরকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাবা-মায়ের সাথে তার যোগাযোগ নেই। বসবাস করতেন মাধবপুরের ছাতিয়াইনে এক আত্মীয়ের বাসায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচ মাস পূর্বে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী অধীরের সাথে মেয়েটির বিয়ে হয়। তবে বিয়ের কোন কাগজপত্র হয়নি। পাঁচ মাস সংসার করার পর গত বৃহস্পতিবার রাতে ওই মেয়েকে রাস্তায় ফেলে রেখে চলে যান অধীর। পরে স্থানীয় লোকজন তাকে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
গত রাতে পৌনে একটায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দৈনিক খোয়াইকে জানান, অধীর সরকারের বিরুদ্ধে ওই তরুণী ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষণে সহায়তাকারী হিসেবে আসামী করা হয় আরও চারজনকে। গ্রেফতার যুবককে আগামীকাল আদালতে সোপর্দ এবং মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তিনি।