লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা রুজুর আদেশ

ভিতরের পাতা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে রাসেল মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা রুজুর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা বেগম লাখাই থানা পুলিশকে এই আদেশ দেন।
গত ২ জুন রাসেল মিয়াকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পর বামৈ হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়; এবং মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ করে থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দেন নিহতের স্ত্রী জমিলা খাতুন।
পুলিশ মামলাটি আমলে না নিলে গত ১১ জুন তিনি আদালতে মামলা দায়ের করেন।
এ ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়েছে কি না সে বিষয়ে ৭ দিনের মধ্যে জানাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন আদালত। এ পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতকে জানায় এ ঘটনায় কোন হত্যা মামলা হয়নি।
পরে গতকাল মামলাটি এফআইআর গন্যে রুজু করতে নির্দেশ প্রদান করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের রুমা আক্তার, জাকির হোসেন, সুমন মিয়া, তেঘরিয়া গ্রামের রুবেল মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, শাহজাহান মিয়া, শামিম আহমেদ, শিফা আক্তার, নুর উদ্দিন, মিলন মিয়া ও মতিন মিয়াকে।
বাদীপক্ষের আইনজীবী এমএ মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *