হবিগঞ্জে থামছেই না ডেঙ্গুর প্রাদুর্ভাব

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব থামছেই না; ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০৫ জন এবং ৩৮৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ জেলায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
গতকাল হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল খোয়াইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্তান্ত রোগী ভর্তি আছেন ৪ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১২ জন। আক্রান্ত রোগীদের বেশীরভাগই ঢাকা ফেরৎ।
জানা গেছে, শুরুতে জেলার মধ্যে সদর, লাখাই ও মাধবপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়। বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রোগী ভর্তি নেই। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *