‘আওয়ামী লীগের মত পরিণতি হওয়ার আগে সতর্ক হোন’

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে। যারা মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করেন, আগে জানবেন বাংলাদেশের মানুষ কী চায়। যারা চাঁদাবাজী করে, অন্যের সম্পদ লুন্ঠন করে, তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে না। তারা দুর্বৃত্ত, তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছেন, তাদেরকে ধরে আইনের হাতে সোর্পদ করুন। আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই, দুষ্ট লোকগুলোকে ছুড়ে ফেলে দিতে চাই। দুয়েকজন দুষ্ট লোকের কারণে বিএনপি কলঙ্কিত হউক এমন কাজ তারেক রহমান বেঁচে থাকতে হতে দিবেন না।
তিনি গতকাল বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণকালে এসব কথা বলেন।
জি কে গউছ বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষের মাথা উঁচু করে সহাবস্থান থাকবে। বিএনপি প্রতিহিংসা পরায়ন দল নয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছি। যারা রাষ্ট্রের ক্ষতি করেছে তাদেরকেও আমরা নিরাপত্তা দিয়েছি। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে থানা পাহারা দিয়েছি, পুলিশকে সাহস যুগিয়েছি, ক্ষতিগ্রস্ত থানা ভবন সংস্কার করতে সহযোগীতা করেছি, দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। তিনি বলেন- অনেকই জনগণের সম্পদ লুটেপুটে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছিলেন, অল্প দিনের ব্যবধানে যারা বাদশা ছিলেন তারা ফকিরের পর্যায়ে পৌঁছে গেছেন। এই দৃশ্য দেখে কি কলিজা কাপে না? যারা মানুষের সম্পদ বিনষ্টের চেষ্টা করছেন, বিভিন্ন ফ্যাক্টরী-কোম্পানীতে যাচ্ছেন, সরকারি সম্পদে হাত দিচ্ছেন, আপনারা সাবধান হউন, না হলে আওয়ামীলীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে।
হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার, নিজামুল হক বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল কাইয়ুম ফারুক, আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুস শহীদ, হাজী আরব আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান সুমন ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, নজরুল ইসলাম, মোঃ শাহজাহান, কামরুল ইসলাম রিপন, মুর্শেদ আলম সাজন, রাকিবুল হোসেন সান্টু, ফাহিম হোসেন, শাহ আলম, সাইফুল ইসলাম, শামীম আহমেদ নাসির, আব্দুর রউফ, সৈয়দ আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *