আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক হাজার মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করেছে প্রশাসন। গতকাল রবিবার বিকেল পাঁচটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এক অভিযান চালিয়ে এ পাইপ জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর কুমার হাটি গ্রাম সংলগ্ন কাকাইলছেও রাস্তায় স্তুপ করে রাখছিলেন কয়েকজন। খবর পেয়ে এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় এক হাজার মিটার পাইপ। যার বাজার মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা।
এসিল্যান্ড দৈনিক খোয়াইকে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বিপর্যয় ঘটে পরিবেশের। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।