কোম্পানীর কর বাড়াতে গিয়ে বিপাকে ইউপি চেয়ারম্যান

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ এখতিয়ার বহির্ভুত ও শৃঙ্খলা পরিপন্থীভাবে শিল্প প্রতিষ্ঠানে অধিক হারে কর নির্ধারণের জন্য আবেদন করায় মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মাসুদ খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।
এ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব সম্প্রতি তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। একই তারিখে অপর আরেকটি পত্রে পূর্বের রেইটে কর আদায়ের নির্দেশ দেন সচিব।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, “ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিলে-২০১৩” যে রেইট রয়েছে তার থেকে অধিক হারে কর নির্ধারণের জন্য ইউপি চেয়ারম্যান মাসুদ খান মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। ইউনিয়ন পরিষদ পরিচালনা সংক্রান্ত যে কোন বিষয় স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের।
ইউপি চেয়ারম্যানের এ আবেদন এখতিয়ার বহির্ভুত এবং শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
অপর পত্র থেকে জানা গেছে, জগদীশপুর ইউনিয়নে যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মূলধন আনুমানিক হাজার কোটি টাকার উপরে বিধায় এগুলোর প্রতিটির বাৎসরিক কর ৫ লাখ টাকা করার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *