ছাত্র-জনতার উপর গুলি চালানো লোকদের নামে মামলা হয়নি

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য গুলি চালিয়েছে তাঁদের অনেকের বিরুদ্ধে এখনও সুনির্দিষ্টভাবে মামলা দায়ের হয়নি। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে আসা শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
আন্দোলনরত ছাত্রছাত্রী বলেন, হবিগঞ্জে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করা হয়েছে। যার ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম ইমনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সদরে দুটি এবং বানিয়াচংয়ে একটি মামলা। সদরের দুটি মামলায় ৫২০ জনকে আসামী করা হয়েছে। তার মধ্যে আসামীর নাম উল্লেখ করা হয়েছে ১৭০ জনের, বাকীরা অজ্ঞাত। অপরদিকে বানিয়াচংয়ে একটি মামলায় ৪১০ জনকে আসামী করা হয়েছে, এর মধ্যে ১৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকীরা অজ্ঞাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *