স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় আবারও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কয়েকমাস ধরে ট্রান্সফরমার চোরের উপদ্রব বেড়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানায়।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ট্রান্সফরমারটি চুরি হয়। ফলে এলাকার শতাধিক পরিবার এখন বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে রয়েছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ পারভেজ ভূইয়া খোয়াইকে জানান, গেল কয়েকমাস থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চোরের উপদ্রব বেড়েছে। মঙ্গলবার রাতে মনোহরপুর গ্রামের ট্রান্সফরমারটি চুরি হয়। পরে বুধবার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎহীন পরিবারগুলোকে দ্রুত সরবরাহ দেওয়ার চেষ্টা চলছে।
এলাকার কয়েকজন জানান, মাঝেমধ্যে ১/২জন চোর আটক করা হয়; কিন্ত মালামাল উদ্ধার হয় না। যার কারণে চোরেরা কয়েকদিন জেল খেটে এসে ফের চুরিতে যুক্ত হয়।