উত্তম কুমার পাল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দশটি বকসহ আটক একজন পাখি বিক্রেতাকে ১৫ দিনের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন অভিযান চালিয়ে তাকে এ শাস্তি দেন। এর আগেও একই অপরাধে তাকে শাস্তি দেয়া হয়েছিল।
দন্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম ছায়েদ মিয়া (৪৫)। তিনি পশ্চিম দেবপাড়া গ্রামের বাসিন্দা। অভিযানে হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোফাজ্জল আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ছায়েদ মিয়া গতকাল সকালে দেবপাড়া বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্রির জন্য দশটি বক পাখি নিয়ে আসেন। তখন তাকে আটকের পর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপর গতকালই তাকে কারাগারে পাঠানো হয়।
এসিল্যান্ড সুমাইয়া মমিন দৈনিক খোয়াইকে জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে ছায়েদ মিয়াকে প্রথমবার আটক করা হয়েছিল। তখন তাকে শুধু জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়। কিন্তু তিনি অপরাধের পুনরাবৃত্তি করেছেন। এবার তাকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কারাদন্ড দেয়া হয়েছে।