বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন এবং একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও গোপাল সাধুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরান হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ৬নং কাগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, এসব অসহায় মানুষের কি অপরাধ ছিল যে তাদেরকে এমন নির্মমভাবে হত্যা করতে হবে? তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তিনি আরো বলেন, মাকালকান্দি স্মৃতি সৌধ ও প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করা হবে। কারণ, এ জায়গাটি এখন ইতিহাসের অংশ। তাই এ সংকীর্ণ জায়গা থেকে স্মৃতিসৌধ এবং বিদ্যালয়কে স্থানান্তর করে সড়কের কাছে নেওয়া হবে।
এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ আগস্ট ভোরে ২৫ থেকে ৩০টি নৌকায় রাজাকারদের সঙ্গে নিয়ে মাকালকান্দি গ্রামের মন্দিরে মনসা পূজা চলাকালীন সময়ে হামলা চালায় পাক হানাদার বাহিনী। পেট্রোল ছিটিয়ে জ্বালিয়ে দেয়া হয় শত শত ঘর-বাড়ি। মহিলাদেরকেও ধর্ষণ করে নর পশুরা। একই পরিবারের ১১ জনসহ হত্যা করা হয় নারী, পুরুষ, শিশু মিলিয়ে প্রায় দুই শত। অনেকেই পানিতে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে গুলি করে হত্যার পর হাওরের পানিতে ফেলে দেওয়াসহ বেশ কয়েকজন অন্ত:সত্ত্বা নারীকেও হত্যা করে ঘাতকরা।