বাহুবল প্রতিনিধি ॥ শত উন্নয়নের মাঝেও ঐতিহ্যবাহী বাহুবল বাজারের সড়কটি রয়ে গেছে উন্নয়ন বঞ্চিত; অল্প বৃষ্টি হলেই এ বাজারে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর জনভোগান্তি।
প্রতিদিন হাজারো মানুষ আসেন বাহুবল বাজারে। এখানে রয়েছে বাহুবল মডেল থানা আর উপজেলা পরিষদসহ নানা সরকারি প্রতিষ্ঠান। কিন্তু বাজারের সড়কটিতে কাক্সিক্ষত উন্নয়ন না হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে চলমান এ ভোগান্তি থেকে মুক্তি চান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, অন্যান্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন হলেও বাহুবল বাজারে রাস্তার দিকে কারও নজর নেই। যে সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো মানুষ।
গতকাল বৃষ্টির পরে দেখা গেছে, পুরো সড়কজুড়ে জলাবদ্ধতা। পানি আর কাঁদা মেখে চলাচল করছে যানবাহন ও মানুষ।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। আশা করি আগামী দুই-তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু করা হবে।”