মাধবপুর প্রতিনিধি ॥ অষ্টম শ্রেণির ছাত্রী অর্পিতা। ইচ্ছে ছিল চিকিৎসক হবে। ক’দিন পরই তার জন্ম তারিখ। সুন্দর করে দিনটি উদযাপনের প্রস্তুতিও ছিল। কিন্তু তা আর হল না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মেয়েটিকে।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের গোপাল কৈরীর মেয়ে অর্পিতা জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। পানির পাম্প চালু করতে গিয়ে গত সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। অর্পিতার বাবা গোপাল কৈরীও সড়ক দুর্ঘটনায় মারা যান গেল জানুয়ারী মাসে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে পানির পাম্পের সুইচ অন করতে যায় অর্পিতা। এ সময় সে বিদ্যুতায়িত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের চাচা বিদ্যাসাগর দৈনিক খোয়াইকে জানিয়েছেন, অর্পিতার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান গত জানুয়ারী মাসে। তার মা মানসিকভাবে অসুস্থ। এ অবস্থায় বিপাকে পড়ে অর্পিতাসহ তার তিন ভাই বোন। তবে বাবাকে হারিয়েও ভেঙ্গে পড়েনি অর্পিতা। লেখাপড়ায় মনযোগ ছিল পূর্বের মতই।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী অসিম রায় বলেন, অর্পিতা অত্যন্ত সৃজনশীল এবং ভাল একজন সঙ্গীত শিল্পী ছিল। তার মৃত্যুতে এলাকা এক বহুমাত্রিক প্রতিভাকে হারাল।
এদিকে, আট মাসের ব্যবধানে বাবা-মেয়ের অনাকাক্সিক্ষত মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়েটির মরদেহ দেখতে বাড়িতে ভীড় করেন শতশত মানুষ। গতকাল মঙ্গলবার তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।