স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবৈধ মালামাল হিসেবে জব্দ হওয়া ৩ হাজার ৯১২ কেজি চা পাতা, ৯৫টি আধুনিক স্মার্ট ফোন, ৪৯টি ব্যাটারী ও ১ হাজার ২৯৮টি ভাল্ব এন্ড কক নিলামে বিক্রয় করা হয়েছে। গত সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মালখানা ব্যবস্থাপনা কমিটি এই মালামালগুলো সর্বোচ্চ দরদাতার নিকট নিলামে বিক্রয় করে।
মালামাল বিক্রয়লব্দ মোট ২২ লাখ ৯ হাজার ১০০ টাকা পৃথক চালানমূল্যে সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখায় জমা করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী মালখানা ব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে।
নিলামকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৯১২ কেজি চা পাতা, ১০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯৫টি রিয়েলমি-৫ স্মার্টফোন, ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫৯টি ব্যাটারী ও ৩৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ২৯৮টি ভাল্ব এন্ড কক।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী ভবন প্রাঙ্গণে নিলাম কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালখানা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল। এ সময় কমিটির সদস্য সচিব ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।