চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মোস্তাক আহমেদ হত্যা মামলার আসামী যুবলীগ নেতা সেলিম আহমেদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারে ছাত্রসমাজ ও সাধারণ নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নিয়ে সেলিমকে গ্রেপ্তারের দাবি জানান। সেলিম চুনারুঘাট উপজেলায় সাটিজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নদী থেকে বেআইনীভাবে বালু উত্তোলনে অভিযুক্ত।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম খোয়াই নদী থেকে বেআইনীভাবে বালু তোলে পরিবেশ ধ্বংস করছেন। তাঁর বালুবাহী যানবাহনগুলো রাস্তা ও কালভার্টের ক্ষতিসাধন করছে। পরিবেশ বিধ্বংসী কাজ ও হত্যা মামলায় অভিযুক্ত সেলিমকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২ আগস্ট হবিগঞ্জে আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মোস্তাক মিয়া (২৪) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২২ আগস্ট মামলা দায়ের করা হয়। সেলিম আহমেদ এ মামলার এজাহারনামীয় আসামী।