রোটারী ক্লাবের পারিবারিক মিলনমেলা ও বর্ষ সমাপনি

ভিতরের পাতা

রোটারী ক্লাব অব হবিগঞ্জের পারিবারিক মিলনমেলা ও বর্ষ সমাপনি সভা গত শনিবার সন্ধ্যায় কিচেন-২০ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাব সভাপতি ইলিয়াস বখত চৌধুরী জালালের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক শাকিল। বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি এমএ রাজ্জাক, শফিকুল বারী আউয়াল, পূণ্যব্রত চৌধুরী বিভু, বাদল কুমার রায়, মোদারিছ আলী টেনু, মিজানুর রহমান শামীম, শফিকুল ইসলাম সেলিম, এমএ শহীদ সালেহ, ফজলুর রহমান লেবু, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুল আউয়াল তালুকদার, প্রোগ্রাম চেয়ার প্রশান্ত কুমার দাশ, ট্রেজারার দিবাকর পাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, রোটারী ক্লাব বিশ্বব্যাপি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পোলিও নির্মূলে তাদের কার্যক্রম সর্বজন স্বীকৃত। হবিগঞ্জ রোটারী ক্লাবও সেই ধারাবাহিকতায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা দত্তকসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা সংক্রান্ত যে কোন কার্যক্রমে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, রোটারী ক্লাব হবিগঞ্জের দরিদ্র কোন শিক্ষার্থীর জন্য সহযোগিতা চাইলে তাঁকে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা ফিতে পড়ার সুযোগ করে দেওয়াা হবে।
অনুষ্ঠানে ক্লাব সদস্য ও তাঁদের সহধর্মিণীদের উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *