মোঃ মামুন চৌধুরী ॥ ভুয়া র্যাব পরিচয় দিয়ে যাত্রীর ফোন ও নগদ টাকা লুটের ঘটনায় শায়েস্তাগঞ্জে চালক-হেলপার আটক হয়েছে। আটককৃতরা হলেন বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বিল্লাল হোসেন(৩৪) ও হেলপার পাবনার আমিনপুর উপজেলার গবিন্দপুরের আব্দুল আজিজ(৩৫)। গতকাল সোমবার সকালে তাদেরকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নতুন ব্রিজ থেকে একটি মাইক্রোবাসসহ আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বলেন, সার্জেন্ট মাহাবুব হাসানসহ একদল পুলিশ নতুন ব্রিজ এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় নতুন ব্রিজে একটি মাইক্রোবাস দাড় করাতেই মাদারীপুরের গোলাবাড়ী উপজেলার রিফানুর রাহিম(১৭) নামে এক শিক্ষার্থী সুর চিৎকার শুরু করে। তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ এগিয়ে গেলে এ শিক্ষার্থী জানায়, মৌলভীবাজারে আসার জন্য ঢাকা থেকে মাইক্রোবাসটিতে ভাড়া নির্ধারণ করে উঠেন। পথিমধ্যে চালক ও হেলপারের সহযোগীতায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে র্যাবের লোক দাবি করে তার কাছে থাকা একটি এনড্রয়েড ফোন ও নগদ ৬ হাজার টাকা লুটে নিয়ে গাড়ী থেকে নেমে যায়।
এসব অভিযোগ পাওয়ার পর চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ঐ শিক্ষার্থী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।