স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্বর্ণ বিক্রয়ে কারচুপির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকেলে অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তার নিজ কার্যালয়ে জেলা শহরে জুয়েলারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এমন হুশিয়ারি দেন।
ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা দৈনিক খোয়াইকে জানান, অনেক সময় ব্যবসায়ীরা স্বর্ণ বিক্রয়ের ২২ ক্যারেটের কথা বলে ক্রেতাদেরকে ১৮ অথবা ২১ ক্যারেট দিয়ে থাকেন। এখন থেকে নিয়মিত বাজার তদারকী করা হবে। কোন ব্যবসা প্রতিষ্ঠানে এমন কারচুপির প্রমাণ পেলেই সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক দেওয়ান মিয়া, হবিগঞ্জ জুয়েলারী সমিতির সভাপতি স্বদিব বণিকসহ ব্যবসায়ীরা।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক স্বর্ণের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানো এবং ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে গুরুত্বারোপন করেন। ভোক্তাদের স্বার্থ অক্ষুন্ন রাখতে তিনি তদারকি চালিয়ে যাবেন বলেও জানান।