স্টাফ রিপোর্টার ॥ ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয়ের পর ৬৫ টাকা কেজিতে বিক্রি করছিলেন এক দোকানী। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। পরে সেখানে থাকা দেড় হাজার কেজি পেঁয়াজ ক্রেতাদের নিকট ৪৫ টাকা দরে বিক্রি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা শহরের চৌধুরীবাজার এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এক অভিযান করেন। তিনি মেসার্স বাদল দেব এন্ড ব্রাদার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে দেখতে পান ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
কিন্তু দোকানির ক্রয় রশিদ পর্যবেক্ষণে জানতে পারেন, মানিকগঞ্জ থেকে গত ১২ সেপ্টেম্বর ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করা হয়েছে। অথচ ভোক্তাদের কাছ থেকে প্রায় দ্বিগুণ টাকা নেয়া হচ্ছে। বিষয়টি প্রমাণের পর সেখানে থাকা দেড় হাজার কেজি পেঁয়াজ ক্রেতাদের নিকট ৪৫ টাকা দরে বিক্রি করেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা দৈনিক খোয়াইকে জানিয়েছেন, ক্রয়মূল্যের প্রায় দিগুণ দামে পেঁয়াজ বিক্রি করছিল ওই ব্যবসা প্রতিষ্ঠান। তখন আমি নিজে উপস্থিত থেকে ক্রেতাদের লাইন তৈরীর পর দেড় হাজার কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করে দিয়েছি।