মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। তবে আরও প্রায় পাঁচ মাস বাকী থাকলেও এরই মাঝে নবীগঞ্জ উপজেলাজুড়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজ তুলে ধরা হল উপজেলার দুই নম্বর বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের তথ্য ঃ
জানা গেছে, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদে ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন মোঃ আজিজুর রহমান (ছুরুক মিয়া)। এরপর ১৯৭৪-১৯৭৮ আনোয়ারুল ইসলাম, ১৯৭৮-১৯৮১ আব্দুল হেকিম, ১৯৮১-১৯৮৮ আবারও আনোয়ারুল ইসলাম, ১৯৮৮-১৯৯১ মেহের আলী মহালদার, ১৯৯১-১৯৯৭ মোঃ আশিক মিয়া এবং ১৯৯৭-২০০১ পুনরায় মেহের আলী মহালদার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০১১ইং পর্যন্ত টানা ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আক্তার হোসেন ছুবা। ২০১১ থেকে ২০১৬ সালের মেয়াদে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন মেহের আলী মহালদার। সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনে নির্বাচিত হন মোঃ আশিক মিয়া।
স্থানীয়রা বলছেন, এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন ছুবা, বর্তমান পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাজির বাজার দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি খালেদ মোশারফ, সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা জাকারিয়া হোসেন বকুল, প্রবাসী দিদার আহমেদ, ফারুক হাসান। তারা নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আগামী নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ আশিক মিয়া বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর ব্যাপক উন্নয়ন করেছেন। অসমাপ্ত উন্নয়ন কাজ করতে এলাকাবাসী তাকে আবার চায়।
প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ বলেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়তে চান।